কোভিড-১৯ আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেই শিক্ষার্থী করোনা জয় করে সুস্থ জীবনে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ছাত্রউপদেষ্টা ও প্রক্টর মো. লুৎফর রহমান।
বুধবার দিবাগত রাত ১২টা ২ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘করোনাভাইরাস আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে সুস্হ হয়ে আজ বাসায় ফিরে এসেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা।’
এর আগে, গত ১১ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ওই শিক্ষার্থী। রাজধানীতে নিজের বাসায় অবস্থানকালে তিনি আক্রান্ত হয়েছিলেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24