বিশ্বব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগ ‘লা লিগা’। তবে জনপ্রিয় এই প্রতিযোগিতা ফের মাঠে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
যার প্রথম ধাপে ক্লাবগুলোতে খেলোয়াড়রা যোগ দিয়েই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বার্সেলোনা ভক্তদের জন্য সুখের খবর- লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের কারো করোনা ধরা পড়েনি।
বুধবার জোহান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা গ্রহণ করা হয় খেলোয়াড়দের। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বার্সার সব খেলোয়াড়ই সবুজ সংকেত পেয়েছেন। তাদের কারো করোনা পরীক্ষার ফল পজিটিভ আসেনি।
ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে বার্সার খেলোয়াড়রা আজ শুক্রবার থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে যাচ্ছেন। পুরো দমে অনুশীলনে ফিরতে মোট চারটি ধাপ পার করতে হবে স্পেনের খেলোয়াড়দের।
বার্সায় কেবল মাত্র উসমানে দেম্বেলের করোনা পরীক্ষা বাকি। চোটের কারণে এখনও ক্লাবে যোগ দেননি তিনি।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল স্পেনের লকডাউন শিথিল করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। একইসঙ্গে ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতিও দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তবে অনুশীলনের ক্ষেত্রে তিনি কয়েকটি ধাপ মেনে চলার নির্দেশ দেন ক্লাব এবং ফুটবলারদের। সেই নির্দেশ মেনেই কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফদের স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা শুরু করল লা-লিগা ক্লাবগুলি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |