সংগৃহীত
করোনাভাইরাস মোকাবেলায় ফান্ড গঠনে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুর নাম স্বত্ব ছেড়ে দিল বার্সেলোনা। লিওনেল মেসিদের ক্লাবের এ সিদ্ধান্তকে কুর্ণিশ জানাচ্ছে গোটা ফুটবল বিশ্ব। বার্সাকে দৃষ্টান্ত মনে করছেন তুমুল জনপ্রিয় এ খেলাটির বিশেষজ্ঞরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারাদেশে লকডাউন জারি করেছে স্প্যানিশ সরকার। পাশাপাশি করোনার প্রভাব থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট লা লিগা ও কোপা ডেল রে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
এ সংকটময় অবস্থায় স্পেনের ত্রাণ তহবিলে নিজেদের মাসিক বেতন দান করেছেন বার্সেলোনার ফুটবলাররা। এবার নিজ দুর্গ ক্যাম্প ন্যুর নাম স্বত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিল ক্লাব কর্তৃপক্ষ। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশে এ পদক্ষেপ নিয়েছে তারা।
৯৯ হাজার দর্শক আসনবিশিষ্ট ক্যাম্প ন্যু ফুটবল স্টেডিয়ামটি তৈরি হয় ১৯৫৭ সালে। সেই সময় থেকে এখন পর্যন্ত মাঠের মালিকানা নিজেদের কাছে রেখেছিল বার্সা। কিন্তু প্রাণঘাতী করোনা সব হিসাব-নিকাশ ওলট-পালট করে দিল।
এবার সেটি চলে গেল অন্যের হাতে। আপাতত বার্সা ফাউন্ডেশনের কাছে রয়েছে নাম স্বত্ব। ইতিমধ্যে তারা স্পন্সর খোঁজা শুরু করেছে। মনের মতো কাউকে পেয়ে গেলেই সেটি বিক্রি করে দেবে ফাউন্ডেশন।
এদিকে জনস্বার্থে ক্যাম্প ন্যুর নাম স্বত্ব হস্তান্তর করতে পেরে খুশি বলে জানিয়েছেন কাতালানরা।
উল্লেখ্য, স্বত্ব বিক্রি হয়ে গেলে ক্যাম্প ন্যুর নাম হবে স্পন্সরের নামে। যারা কিনে নেবে তারা নিজেদের ইচ্ছামতো স্টেডিয়ামটির নামকরণ করতে পারবে।
তথ্যসূত্র: এফসি বার্সেলোনা/দ্য গার্ডিয়ান
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |