মহামারি করোনা সংকট মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাঘা থানা পুলিশ।
রোবিবার দিনব্যাপী নিজ হাতে উপজেলার একটি এতিমখানা ও সেলুন সমিতিসহ দুস্থদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
এ বিষয়ে তিনি জানান, রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে বাঘা থানা পুলিশ করোনা সংকট মোকাবেলায় এর আগেও একবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এবার দ্বিতীয় রোজায় উপজেলার সরের হাট কল্যানী শিশু সদন (এতিমখানা’য়) ২শ’ কেজি চাল এবং সেলুন সমিতি ও সমাজের অসহায় দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল ও আড়াই কেজি ডালসহ আর্থিক সহায়তা প্রদান করল।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim