অ্যাডভোকেট মুনজুরুল আলম
করোনা
নিয়ে আর হেসো না।
করোনা
থেকে আর অসর্তক থেকো না
করোনা
ধরলে কাউকে ছাড়ছে না।
করোনা
সাদা কালো মানছে না।
করোনা
শক্তিশালীদের কথা শুনছে না।
করোনা
পৃথিবীর কোন এক স্থানে থাকছে না।
করোনা
বিজ্ঞানীদের ওষুধ তৈরির সময় দিচ্ছে না।
করোনা
বিশ্ব অর্থনীতিকে কারো নিয়ন্ত্রণে রাখছে না।
করোনা
বিশ্ব রাজনীতি আর আলোচনায় আসছে না।
করোনা
যুদ্ধে শক্তি আর যোগাচ্ছে না।
করোনা
আর্ন্তজাতিক কোনো চুক্তিতেই চুক্তিবদ্ধ হচ্ছে না।
করোনা
বিশ্বে জুয়ার আসর বসছে না।
করোনা
বিশ্ববাসীর আহার রুজি মিলছে না।
করোনা
বিশ্ব নেতাদের মাফ করছে না।
করোনা
বিশ্ববাসীর আর্তনাদে কাঁদছে না।
করোনা
রাজা রানি ধনি গরীর দেখছে না।
করোনা
বারিষ্টার উকিলের হেয়ারিং শুনছে না।
করোনা
টাকা ডলার দিয়ে বিক্রি হচ্ছে না।
করোনা
মুসলিমদের দোয়ায় হটছে না।
করোনা
অমুসলিমদের দিকেও তাকাচ্ছে না।
করোনা
মক্কা মদিনাকেও গুনছে না।
করোনা
তীর্থ স্হান থেকেও সরছে না।
করোনা
মসজিদে যেতে দিচ্ছে না।
করোনা
কোলাকুলি মুসাফা হচ্ছে না।
করোনা
ডাক্তাদের ওষুধে ভয় পাচ্ছে না।
করোনা
কারো ভয়ে পালাচ্ছেও না।
করোনা
মৃতের সংখ্যা কমছে না।
করোনা
আর করো না।
করোনা
আর মেরো না।
করোনা
আর থেকো না।
করোনা
আর সহ্য করতে পারছি না।
হে রব্বনা
করোনা আর দিও না, মাগফিরলানা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim