সংগৃহীত
সীমিত আকারে পোশাক কারখানা চালুর ঘোষণার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় করছেন।
মঙ্গলবার সকাল থেকেই কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে। এর মধ্যে গার্মেন্টস কারখানায় কর্মরত শ্রমিকদের সংখ্যাই বেশি। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা লাফ দিয়েও ফেরিতে উঠেছে।
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌরুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৭টি ফেরি সীমিত আকারে চলাচল করে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। অনেকেই আবার ঝুঁকি নিয়ে ট্রলারে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |