একজন সৌভাগ্যবান ফুটবলপ্রেমি কাতার বিশ্বকাপের সমস্ত ম্যাচ বিনা খরচে দেখতে পারবেন। এমনই এক চমৎকার সুযোগ দিয়েছে কাতার বিশ্বকাপের আয়োজকরা।
আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপের সর্বমোট ৬৪টি ম্যাচ মাঠে বসেই উপভোগ করতে পারবেন ভাগ্যবান একজন। তবে এই সুযোগে ভাগ্যবান হতে চাইলে একটি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে।
একজন বিজয়ীকে কাতার ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি সংক্রান্ত সুপ্রিম কমিটি দ্বারা নির্বাচিত করা হবে। এভরি বিউটিফুল গেম নামের এই প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।
কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ফাতেমা আল নুয়াইমি বলেছেন, একজন সৌভাগ্যবান ফুটবলপ্রেমি ভক্তকে এই বছরের ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচে উপস্থিত থাকার সুযোগ দিতে পেরে আমরা অবিশ্বাস্যভাবে উত্তেজিত। এটি হবে টুর্নামেন্টের একটি যুগান্তকারী সংস্করণ, আমাদের দেশে এবং অঞ্চলে প্রথম অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আমাদের কাতারে আটটি অত্যাধুনিক স্টেডিয়ামে অফার করা বিস্ময়কর অভিজ্ঞতাগুলি প্রদর্শন করার জন্য দুর্দান্ত সোশ্যাল মিডিয়া দক্ষতাসহ একজন ভক্তের সন্ধান করছি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে আবেদন ফর্মটি পূরণ করতে হবে (নিচে দেওয়া আছে) এবং একটি ভিডিও পাঠাতে হবে নিজেদের পরিচয় দিয়ে। ভিডিওটি হতে হবে ২০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে। বিজয়ী হতে হলে নিম্নলিখিত বিষয়গুলো পূরণ করতে হবে:
• কমপক্ষে ২১ বছর বয়সী হতে হবে।
• শারীরিক সুস্থতার প্রমাণ থাকতে হবে (মেডিকেল সার্টিফিকেট)।
• সোশ্যাল মিডিয়ায় দক্ষতা থাকতে হবে।
• ক্যামেরা দক্ষতা থাকতে হবে।
• ইংরেজি ভাষায় কথোপকথনের দক্ষতা থাকতে হবে।
বিজয়ী যে যে সুবিধা পাবেন:
• মূল দেশ থেকে কাতার যাওয়ার ফ্লাইট টিকেট।
• ১৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত একজনের জন্য দোহাতে হোটেলে থাকার ব্যবস্থা।
• প্রতিদিন খাবার দেওয়া হবে।
• প্রতি ম্যাচে বিনামূল্যে পরিবহন সুবিধা।
• কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকেট।
প্রতিটি ম্যাচে বিজয়ীর সাথে একজন প্রতিনিধি এবং সোশ্যাল মিডিয়ার পরিচিতমুখরা থাকবেন। এভরি বিউটিফুল গেম নামের এই প্রতিযোগিতায় অংশ নিতে এই লিংকে প্রবেশ করুন।
স্বপ্নচাষ/ তারেক
বাংলাদেশ সময়: ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
swapnochash24.com | sopnochas24