কুষ্টিয়ার দৌলতপুরে এক পুলিশ দম্পতি করোনা আক্রান্ত হয়েছেন। এরা হলেন ঢাকা ট্রাফিক পুলিশের এএসআই রমজান আলী (৫০) ও তার স্ত্রী বিলকিস আক্তার (৪০)। আক্রান্ত দম্পতির বাড়ি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী বাজার এলাকায়। মঙ্গলবার রাতে সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী জানান, গত শুক্রবার ঢাকা ট্রাফিক পুলিশের এএসআই রমজান আলী (৫০) ও তার স্ত্রী বিলকিস আক্তার (৪০) ঢাকা থেকে দৌলতপুরে নিজ বাড়িতে আসেন। পরে শনিবার তাদের করোনা নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ল্যাব থেকে তাদের করোনা পজেটিভ বলে জানানো হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী বাজার এলাকার ওই লকডাউন করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |