কুড়িগ্রামের উলিপুর থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রী অপহরণের ১০ দিন পর তাকে নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী ইতু সেন (২৩) নামে এক যুবককেও গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকেলে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী থেকে তাদের গ্রেফতার করে রবিবার দুপুরে অপহরণকারীকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে শনিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে উলিপুর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌরসভার মধ্য হরিকেশ এলাকার বাসিন্দা (নও মুসলিম) সিরাজুল ইসলাম ওরফে (সুভাষ চন্দ্র) ইসলাম ধর্ম গ্রহণ করলেও তার ছেলে ইতু সেন এখনো হিন্দু ধর্মেই রয়েছে।
জানা গেছে, উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ইতুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার বাবার অভিযোগ, তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গত ৫ আগস্ট দুপুরে তার বাড়ির সামনে একটি দোকানের পাশ থেকে অপহরণ করে নিয়ে যায় ইতু সেন। এরপর মেয়েটির বাবা এ অভিযোগ এনে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে অপহরণকারীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
স্বপ্নচাষ/এসএম
বাংলাদেশ সময়: ৯:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |