করোনাভাইরাসের সংক্রমণ রোধে মুখে মাস্ক না পরে ঘরের বাইরে গেলেই জেল ও জরিমানার বিধান করেছে কুয়েতের সরকার।
কেউ নিয়ম অমান্য করে ঘরের বাইরে মুখে মাস্ক ব্যবহার না করে এবং জনসমাগমস্থলে মাস্ক ব্যতীত ঘোরাঘুরি করে তাহলে তার সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল হতে পারে অথবা সর্বোচ্চ ৫,০০০ কুয়েতি দিনার (বাংলা টাকায় ১৩ লাখ ৭৫ হাজার) জরিমানা হতে পারে। এমন কি উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে।
করোনা বিস্তার রোধে কুয়েতে গত ১০ মে হতে ৩০ মে পর্যন্ত ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হয়েছে। তবে প্রতিদিন বিকাল সাড়ে ৪ থেকে সাড়ে ৬ পর্যন্ত এ কারফিউ শিথিল করা হয়েছে নিজ নিজ আবাসিক এলাকায় ব্যায়াম ও হাঁটাচলার জন্য। শর্ত হিসেব উল্লেখ করা হয়েছে, কোনো ধরনের যানবাহন ব্যবহার করা যাবে না। মাস্ক, গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:১২ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24