• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    কৃষকের সবজি কিনে বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    স্বপ্নচাষ ডেস্ক

    ২০ এপ্রিল ২০২০ ১০:১৭ অপরাহ্ণ

    কৃষকের সবজি কিনে বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সংগৃহীত

    করোনাভাইরাস মহামারি সংকটের ফলে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। এমন তথ্য পেয়ে তাদের পাশে দাঁড়িয়েছন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আজ সোমবার সকালে নিজস্ব লোকের মাধ্যেম সেখানকার কৃষকদের কাছ থেকে সবজি কিনে তা দুস্থদের মাঝে বিতরণ করেছেন।

    জানা গেছে, আজ বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় দুই হাজার একশ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাল বিতরণ করা হয়। এ চালের সঙ্গে প্রত্যেকটি পরিবারকে সবজি উপহার দেন শাহরিয়ার আলম। শাক, আলু, মিষ্টি কুমড়া, লাউ, করোলাসহ নানা সবজি পেয়ে হতদরিদ্র মানুষগুলো যেমন খুশি হয়েছেন তেমনি ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পেরে কৃষকরাও খুশি হয়েছেন।

    জানা গেছে, চারঘাট সদর ও সারদা ইউনিয়নে ১ হাজার ১৮৩ এবং বিকেলে বাঘার গড়গড়ি ইউনিয়ন ও আড়ানী পৌর এলাকার ৯১৭ হতদরিদ্র পরিবাবারকে ত্রাণের চালের সঙ্গে শাহরিয়ার আলমের পক্ষ থেকে সবজি উপহার দেওয়া হয়েছে।  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে বাঘায় ত্রাণ সামাগ্রী বিতরণ করেন প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান সাহেদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা প্রমুখ।

    এর আগে বিভিন্ন সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকাসহ রাজশাহীর বিভিন্ন উপজেলায় ৫০ হাজার মাস্ক বিতরণ করেন। রাজশাহী সরকারী হাসপাতালসহ চারঘাট, বাঘা, পবা, মোহনপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাঝে পিপিই সরবরাহ করেন। প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার গুচ্ছগ্রামগুলোতে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবন্দের মাধ্যমে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করছেন।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১০:১৭ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।