সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপকের করোনা শনাক্ত হওয়ার পর রোববার আরও দুই চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্ত চিকিৎসকরা হলেন, খুমেকের গ্যাস্ট্রোন্ট্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রনজিৎ কুমার ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওমর খালেদ ফয়সাল।
তারা দুইজনই ১০ এপ্রিল ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে খুলনায় এসে গেস্ট হাউজে অবস্থান করেন। কিন্তু দুই জনের কেউ করোনা টেষ্ট করাননি। ডা. রনজিৎ কুমার নারায়ণগঞ্জে নিজের চেম্বারে প্র্যাকটিস করেন বলে সূত্র জানিয়েছে। সেখান থেকেই তিনি খুলনায় আসেন।
এর আগে গত শনিবার পরীক্ষায় পজিটিভ হন ইউরোলজি বিভাগের চিকিৎসক মাসুদ। তবে ডা. মাসুদ গত দেড় মাসেরও বেশি সময় খুলনায় অবস্থান করছেন। তিনিও ওই গেস্ট হাউজে থাকতেন।
অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অতিব জরুরি এন৯৫ মাস্ক স্বল্পতা থাকায় অনেক চিকিৎসক এখন সেবা দিতে পিছপা হতে চাইছেন। তারা বলছেন, নাক ও মুখ ঢাকা থাকলে করোনা সহজে কারো শরীরে প্রবেশ করতে পারবে না। কিন্তু এজন্য প্রয়োজন এন৯৫ মাস্ক। কিন্তু এ মুহূর্তে হাসপাতালে ৭০ থেকে ৮০ টা মাস্ক রয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার বলেন, করোনা টেস্ট যারা করাচ্ছেন এবং যারা নমুনা সংগ্রহ করছেন তারাই শুধু এন৯৫ মাস্ক পাচ্ছেন। তিনিও মাস্ক স্বল্পতার কথা স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ১০:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim