• বুধবার ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    খুলনায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

    স্বপ্নচাষ ডেস্ক

    ২১ মে ২০২০ ১২:৫১ অপরাহ্ণ

    খুলনায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

    ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে খুলনার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে পাউবো বেড়িবাঁধ ভেঙে মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে গেছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি। কয়রা, দাকোপ, বটিয়াঘাটা ও পাইকগাছায় হাজার হাজার গাছপালা উপড়ে পড়েছে। ভেঙ্গে পড়েছে বিদ্যুতের খুটি। বৃহস্পতিবার সকালে উপকূলীয় এলাকার বিধ্বস্ত এ চিত্র দেখা গেছে।

    এর আগে বুধবার সন্ধ্যায় প্রবল গতিতে খুলনায় ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানে। ঝড়ের তাণ্ডব চলে সারারাত। সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান মাছুম আলী ফকির জানান, আম্ফানের প্রভাবে সুতারখালী, কালাবগী ও নলিয়ানের নিম্নাঞ্চলসহ ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ৪-৫ ফুট পানির উচ্চতায় এখানকার বেড়িবাঁধের বাইরের অংশে ঝুলন্তপাড়া নামক এলাকায় ৫ শতাধিক বাড়িঘর, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এখানকার মানুষ।

    খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে ৬টি পয়েন্ট দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। এসব স্থান হচ্ছে- দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা, গোলখালি, চোরামুখা খেয়াঘাট, উত্তর বেদকাশি গাজিপাড়া, কয়রা সদর ইউনিয়নে হরিণখোলা ও উত্তর বেদকাশি কাশির হাটখোলা এলাকা। এছাড়া বেড়িবাঁধ ভেঙে বটিয়াঘাটার সুরখালী বারোভূইয়া গ্রাম প্লাবিত হয়েছে।
    কয়রার ইউপি চেয়ারম্যান জিএম শামসুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বেদকাশী দক্ষিণ বেদকাশী আংটিহারা ও গোলখালি এলাকায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। এদিকে ঘূর্ণিঝড় থামার পর আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন।

    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার বলেন, খুলনায় ২ লাখ ৭ হাজার মানুষ ৮১৪টি সাইক্লোন সেন্টারে আশ্রয় নেন। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক স্থানে ভেঙেছে বেড়িবাঁধ।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।