বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার হতে যাওয়া বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে বৃহস্পতিবার বিকেলে জামিন পেলেন তিনি। রাজশাহীর জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আব্দুল হালিম তার জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দুপুরে নাদিম মোস্তফা আদালতে জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেছেন। বর্তমানে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এর আগে, গত ২৩ নভেম্বর দুপুরে রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে বিএনপির প্রভাবশালী এই নেতাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আব্দুল মজিদ নামে এক পথচারী নিহত হন। ওই ঘটনায় পুঠিয়া থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন নাদিম মোস্তফা। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। তবে উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি হাজির হননি। ফলে গত ২৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। তবে রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে তাকে গ্রেপ্তার করে দলীয় নেতাকর্মীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৭:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
swapnochash24.com | sopnochas24