প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির অধীনে কূপতলা ইউনিয়নের চাপাদহে দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর মাঝে সেমি পাকাঘর, স্বাস্থসম্মত ল্যাট্রিন ও অগভীর নলকূপের শুভ উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গাইবান্ধা সদর কূপতলা ইউনিয়নের চাপাদহের দুই ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ফিতা কেটে ঘর উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, সহকারী ভূমি অফিসার সিরাজুল ইসলাম, সদর উপজেলা প্রোকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
swapnochash24.com | sopnochas24