গাজীপুরে সামাজিক দূরত্ব মেনে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিয়ে কারখানা চালুর পর একটি কারখানার বাকি শ্রমিকরা কাজে যোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।
আজ শনিবার (২ মে) গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় মহাসড়কে তারা বিক্ষোভ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিক সংখ্যা প্রায় তিন হাজার। সামাজিক দূরত্ব মেনে এখন কাজ করছেন দেড় থেকে দুই হাজার শ্রমিক। শনিবার বাকি সহস্রাধিক শ্রমিক কাজে যোগ দিতে আসে। কর্তৃপক্ষ তাদের কারখানায় প্রবেশ করতে বাধা দেয়।
এ সময় শ্রমিকদের মধ্যে ছাঁটাইয়ের গুজব খবর ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, কারখানা কর্তৃপক্ষ আগামীকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার ঘোষণা দিলে তারা মহাসড়ক ছেড়ে দেয়। কারখানায় কোনো শ্রমিক ছাঁটাই করা হয়নি বলে জানান তিনি।
তিনি আরো জানান, গাজীপুরে ২ হাজার ৭২টি কারখানার মধ্যে শনিবার পর্যন্ত ৮৭৩টি খুলেছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:২৮ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |