গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে টঙ্গী স্টেশনে আনা হয়েছে ট্রেনটিকে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ফলে সাময়িক সময়ের জন্য রাজধানীর সঙ্গে সকল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সিলেটমুখী অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠানো হলে বেলা পৌনে ১১টায় ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি, শুধুমাত্র ইঞ্জিন বিকল হওয়ায় এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক থেমে ছিল।
স্বপ্নচাষ/জেএআর
বাংলাদেশ সময়: ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩
swapnochash24.com | sopnochas24