• শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    গুরুদাসপুরে ঈদের কেনাকাটায় মানুষের ঢল

    স্বপ্নচাষ প্রতিবেদক, গুরুদাসপুর

    ১৭ মে ২০২০ ১২:৩৯ পূর্বাহ্ণ

    গুরুদাসপুরে ঈদের কেনাকাটায় মানুষের ঢল

    মহামারি করোনাভাইরাস উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুর উপজেলার বন্দর নগরী চাঁচকৈড় হাটে ঈদকে কেন্দ্র করে কেনাকাটায় ধুম পড়েছে। করোনা প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা কিছুটা শিথিল করায় দোকানপাটগুলো খোলা হয়েছে। যে কারণে গুরুদাসপুর পৌর সদরসহ হাটবাজারগুলোতে মানুষের ঢল নেমেছে।

    সপ্তাহে দুইদিন (শনি ও মঙ্গলবার) দোকানগুলোতে ভিড় করে পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার ধুম পড়েছে। হাতেগোনা কয়েকটি দোকানে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেও বেশিরভাগ দোকানে স্বাস্থ্য বিধি না মেনেই চলছে বেচাকেনা। আর পুলিশ প্রশাসনের লোক দেখলেই তরিঘরি করে হাতে গ্লোভস এবং মুখে মাস্ক পরে নিচ্ছেন বিক্রেতারা।

    শনিবার সকালে গুরুদাসপুরের চাঁচকৈড় হাটের বিভিন্ন মার্কেটে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্ব না মেনেই সাধারণ মানুষ কেনাকাটা ব্যস্ত। এতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ক্রেতা ও ব্যাবসায়ীরা। এছাড়া পৌর শহর ও গ্রামের বাজারের রাস্তাগুলোতে শত শত অটোরিকশা থাকায় বিভিন্ন রাস্তার মোড় ও এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ভিড়ের কারণে অনেক সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।

    বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় , ঝুঁকি জেনেও ঈদের কেনাকাটা করার জন্য তারা বের হয়েছেন। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রেতারা তা মানতে চাইছেন না।

    অপরদিকে, দূর-দূরান্ত থেকে কৃষকরা তাদের কৃষিপণ্য বিভিন্ন ট্রলি, অটোভ্যান বিভিন্ন কৃষিপণ্য নিয়ে আসায় অবৈধ্যভাবে রাস্তার মধ্যে হকারসহ খুচড়া দোকানীরা বসাতে যানজট আরও প্রকট আকার ধারণ করে।

    উল্লেখ্য, গুরুদাসপুর উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুইজন। আক্রান্ত দুইজনই ঢাকা থেকে আসা।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।