চেক হস্তান্তর করছেন অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ২ লাখ ১০ হাজার টাকার বিশেষ বরাদ্দ পেলো নাটোরের গুরুদাসপুর উপজেলার ২১টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে উপজেলার প্রত্যেক কওমি মাদ্রাসার নামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা করে বরাদ্দ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই চেক হস্তান্তর করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24