সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সিন্দুর্না হাটখোলা বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি টাকা দরের ১২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) ভোররাতে একটি গোডাইন থেকে চালগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার সিন্দুর্না হাটখোলা বাজারের চাল ব্যবসায়ী আব্দুস সোবাহানের গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ায়। এতে স্থানীয় মানুষের সন্দেহ হলে তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল আমিনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও হাতীবান্ধা থানা পুলিশকে সঙ্গে নিয়ে গোডাউনের তালা ভেঙে ১২০ বস্তা চাল উদ্ধার করে। এ সময় ট্রলি চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। তবে গোডাউন মালিককে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৩:১৬ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |