রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ (আনুমানিক মূল্য ২ কোটি টাকা) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী র্যাব-৫। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম ইদিল আলী (৩৬)। তিনি ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।
দুপুরে র্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র্যাবের একটি অপারেশন দল জানতে পারে যে, জেলার গোদাগাড়ীর চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ইদিলের বাড়িতে হেরোইন মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে র্যাব ওই মাদক কারবারির বাড়ির চতুর্পাশে ঘেরাও করে। এসময় মাদক ওই ব্যবসায়ী বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে আরেকজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাদক কারবারী ইদিলের বাড়িতে তল্লাশী চালিয়ে তার শয়নকক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা একটি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুককিয়ে রাখা দুই কেজি হেরোইন উদ্ধার হয়। অভিযানে ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৪টি মোবাইল ফোনও জব্দ করে র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৫:৫১ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
swapnochash24.com | Anaet Karim