• মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    গোপনে নয়, ধুমধাম করেই বিয়ে করব: পূজা চেরি

    স্বপ্নচাষ ডেস্ক

    ২১ জানুয়ারি ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ

    গোপনে নয়, ধুমধাম করেই বিয়ে করব: পূজা চেরি

    ফাইল ছবি

    কয়েক বছর আগে চিত্রনায়িকা পূজা চেরিকে যতটা প্রকাশ্যে দেখা যেত এখন ততটা নেই, কিছুটা আড়ালে থাকছেন, গণমাধ্যমকর্মীদেরও এড়িয়ে চলার চেষ্টা করছেন। নতুন ছবি নয়, শাকিব খানের সঙ্গে প্রেম, নাটকের জোভানের সঙ্গে ছবি- এসব নিয়ে রয়েছে নানা কথা।

    সম্প্রতি হুট করে নিজের ফেসবুকে বধূবেশে কয়েকটি ছবি পোস্ট করেছেন পূজা। তাতে তার প্রেম ও বিয়ে নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। কেউ কেউ তো খবরও প্রকাশ করে ফেলেন পূজার বিয়ের। আর এমন খবরে অবাক নায়িকা পূজা চেরি।

    পূজার বক্তব্য, ‘ওটা আসলে বাস্তবে কোনো বিয়ের ছবি না। একটা ব্রাইডাল শুট ছিল। ব্রাইডাল শুটের ছবি আমি ফেসবুকে পোস্ট করি। যারা এটা নিয়ে ভুল বুঝেছেন, ভুল ব্যখ্যা করেছেন তাদের আমি বোকা ছাড়া কিছুই বলবো না।’

    গতবছর থেকে পূজা চেরির সিনেমার খবরের চেয়ে বিয়ে আর প্রেমের গুঞ্জনের খবর বেশি। তার বিয়ে নিয়ে নানা শিরোনামে খবর ঘুরছে ফেসবুকে। সত্যিই কি পূজা বিয়ে করেছেন, আর না করলে কবে করবেন? এমন প্রশ্নে হাসি দিয়ে পূজা বলেন, ‘বিয়ে করলে তো গোপনে করব না। আমার এবং আমার পরিবারেরও খুব ইচ্ছে আমার বিয়ে ধুমধাম করে হবে। যারা আমার কাছের মানুষ, তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে, মজা করবে।’

    বিয়ে না করলে এতো প্রেম আর বিয়ের খবর কেনো হচ্ছে আপনাকে নিয়ে? পূজা বলেন, ‘আমাকে নিয়ে প্রায় প্রত্যেকদিন কোনো না কোনো নিউজ হচ্ছে, যার কোনো অস্থিত্ব নেই। এখন ওই বিষয়ে যদি আমি কথা বলি বা তার উত্তর দেই তাহলে অনেক কথাই বলতে হবে। আর কথায় কথা বাড়ে। আমি এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না।’

    এসব গুজব-গসিপের জন্যই কি আজকাল কিছুটা আড়ালে থাকছেন- উত্তরে পূজা বলেন, ‘সবসময় কাজে ব্যস্ত। আজ এখানে কাল ওখানে, মোট কথা কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। তাই নিজেকে সময় দেওয়া বা পরিবারকে সময় দেওয়া একেবারেই হয়নি। তাই এখন চেষ্টা করছি আম্মুকে সময় দেওয়ার। আমার আম্মুর যেহেতু বয়স হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, তাকে নিয়ে ঢাকার বাইরে যাই, দেশের বাইরেও যাই। আর শিল্পী সমিতির পিকনিকে যাইনি আমি দেশে ছিলাম না। ভারতে গিয়েছিলাম। দেশে থাকলে অবশ্যই পিকনিকে যেতাম। এমন আয়োজন আমি মিস করতাম না।’

    নতুন বছরে নতুন কোনো ছবির খবর নেই পূজার। ফেরেননি শুটিংয়েও। এর আগে শাকিব খানের সঙ্গে ‘মায়া’ নামে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। সেটিতে পূজা থাকছেন কিনা তা নিয়েও রয়েছে ধোয়াশা। সে ধোয়াশা পরিষ্কার করলেন না পূজা। শুধু বললেন, ‘মায়া নিয়ে যেহেতু আমার সঙ্গে এখন কোনো কথা হচ্ছে না। তাই এই ছবি নিয়ে আমি কোনো সঠিক উত্তর দিতে পারবো না।’

    তবে সবে তো নতুন বছর শুরু। এ বছর বেশ কিছু চমক নিয়ে হাজির হবেন বলে ইঙ্গিত দিলেন ঢাকাই ছবির এই নায়িকা।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:১৪ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।