দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা নিজেদের জীবন দিতে প্রস্তুত জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে পুলিশ বদ্ধ পরিকর। বাংলাদেশ পুলিশ শতবর্ষের একটি পুরনো প্রতিষ্ঠান। আমাদের জনবল, প্রযুক্তিগত সক্ষমতা, ইকুপমেন্ট, লজিস্টিক ও প্রশিক্ষণ আছে। সেই সাথে আমাদের শত বছরের দায়িত্ব পালনের একটা অভিজ্ঞতা আছে। ফলে জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তা বাস্তবায়ন করা হচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘এক সময় এই দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদের হলিখেলা চলছিল। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির আলোকে দায়িত্ব পালন করে এই দেশকে শান্তিপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাবাদকে মোকাবেলা করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা আগের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ রাখতে পেরেছি। পেশাদারিত্বের সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেকটি সদস্য ওয়েল মোটিভেটেড। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সক্ষম।’
বিএনপি ও আওয়ামী লীগের দেশব্যাপী পাল্টাপাল্টি কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজপথে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করে। পুলিশ বাহিনী শতবছরের পুরনো একটি বাহিনী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার মতো সক্ষমতা রয়েছে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরবাসীকে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছে জানিয়ে আইজিপি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস দমনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। পুলিশ মানুষের সেবায় সবসময় কাজ করছে। মানুষের সেবায় পুলিশ জরুরি সেবার জন্য ৯৯৯ চালু করেছে। এ পর্যন্ত চার কোটির বেশি মোবাইল কলে সাড়ে দিয়ে আমরা সেবা দিয়েছি। জাতীয় জরুরি সেবা নম্বরে প্রতিদিন গড়ে ২৫ হাজার মানুষ ফোন করে পুলিশের সেবা নিচ্ছে।’
তিনি বলেন, ‘এক সময় দেশে জঙ্গিবাদের কী ভয়াবহ অবস্থা ছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই অবস্থা থেকে এখন স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এর আগে আমরা দেখেছি, প্রধানমন্ত্রী যখন দায়িত্ব গ্রহণ করেন ওই সময় আমাদের বার্ষিক মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার। আর বর্তমানে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২৮২৪ ডলার (পাঁচ গুণ বেড়েছে)। আমাদের বাজেট বেড়েছে ১২ গুণ। বাংলাদেশে রিজার্ভ বেড়েছে ৩৩ গুণ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সূচকে বাংলাদেশ বদলে গেছে। এজন্য পাকিস্তানিরা যারা আমাদেরকে তাদের প্রজা বাণিয়ে রাখতে চেয়েছিল আজ তারাও বলে যদি উন্নয়ন করতে চাও তাহলে বাংলাদেশকে অনুসরণ কর। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এসজিডির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে আরএমপির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মীর রেজাউল আলম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল খালেক, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বৃহস্পতিবার বিকালে রাজশাহীস্থ সকল ইউনিটের পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেন আইজিপি।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৯:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
swapnochash24.com | Anaet Karim