• মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ঘটনাটা ভালো হয়নি, রাশিয়ার জাহাজ নিয়ে বিজ্ঞানমন্ত্রী

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৬ জানুয়ারি ২০২৩ ২:১২ অপরাহ্ণ

    ঘটনাটা ভালো হয়নি, রাশিয়ার জাহাজ নিয়ে বিজ্ঞানমন্ত্রী

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্যবোঝাই রাশিয়ান জাহাজ ‘উরসা মেজর’ নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটি কারও জন্য ভালো হয়নি বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।

    বিজ্ঞান মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে ওদের যে কনট্রাক্টটা সেটা হলো, যতক্ষণ পর্যন্ত মাল রূপপুরের নদী বন্দরে না পৌঁছাবে; ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তখনই কনসার্ন হই যখন আমাদের নদী বন্দরে এসে পৌঁছায়। তারপরও আমি বলব যে অঘটনটা ঘটেছে, এটা কিন্তু কারও জন্যই ভালো নয়।

    ইয়াফেস ওসমান বলেন, এতদিন ধরে প্রায় হাজার হাজার জাহাজ আসছে। কিন্তু কোনো কথা উঠে নাই। তার মধ্যে একটা অঘটন ঘটেছে।

    রাশিয়ান জাহাজ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে রূপপুরের প্রকল্প নিয়ে ধীরগতির ভয় আছে কী না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত ঠিক পথেই আছি। ওরা টাইমলি কাজটা শেষ করবে। ওইদিকে ভয়ের কোনো কারণ নাই। আমিতো বললাম, তারা (রাশিয়া) নিশ্চিত করেছে, এটা (রূপপুর) সঠিক সময়ে হবে। অনেক কাজতো এগিয়ে গেছে। এমন নয় যে, একটা কাজ পিছিয়ে গেছে বলে সব কাজ পিছিয়ে গেছে।

    জাহাজটি বর্তমানে কোথায় রয়েছে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এটা নিয়ে আগ্রহী নয়। লন্ডনে থাকুক বা কোথায় থাকুক। আপনারা যেহেতু সাংবাদিক হয়েছেন, এটা কোথায় আছে খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এটা নিয়ে আপনাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নাই বা হইচই করার দরকার নাই।

    জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, আমরা যে কাজগুলো করছি, সাইন্সের ব্যাপারে মাঠ পর্যায়ে যে কাজ হচ্ছে। এগুলোতে তাদের যে সহযোগিতা লাগবে, সেটার বিষয়ে তাদের বলেছি।

    স্বপ্নচাষ/জেএআর

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।