• শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়া দিনমজুরের ঘর বানিয়ে দিলো সেনাবাহিনী

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৪ মে ২০২০ ১০:০০ অপরাহ্ণ

    ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়া দিনমজুরের ঘর বানিয়ে দিলো সেনাবাহিনী

    সংগৃহীত

    ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহিষাহাটি গ্রামের দিনমজুর মবজেল হোসেনের ঘরের চাল উড়ে যায়। টাকার অভাবে ঘর ঠিক করতে পারছিলেন না তিনি। এ খবর শুনে তার ঘরটি ঠিক করে দিলেন সেনাবাহিনীর সদস্যরা।

    রোববার (২৪ মে) দুপুরে তার বাড়িতে গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা নতুন ঢেউটিন ও বাঁশ দিয়ে ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়া ঘরটি মেরামত করছেন। কেউ টিন দিয়ে ঘরের ছাউনি দিচ্ছেন; আবার কেউ বাঁশ দিয়ে ঘরের খুঁটি লাগাচ্ছেন।

    দিনমজুর মবজেল হোসেনের স্ত্রী তানজিরা বেগম বলেন, প্রতিদিনের মতো স্বামীসহ দুই সন্তানকে নিয়ে ঘূর্ণিঝড়ের দিন ঘরেই ছিলাম। হঠাৎ রাত ১২টার দিকে প্রচণ্ড ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায়। উপায় না পেয়ে ঘরবাড়ি ফেলে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিই সবাই।

    তিনি বলেন, স্বামী দিনমজুরের কাজ করেন। টাকার অভাবে ঘরটি ঠিক করতে পারিনি। ঝড়ের পরের দিন সেনাবাহিনীর সদস্যরা অন্য একটি কাজ করতে আসেন। সেখানে আমার স্বামী গিয়ে ঘরের কথা তাদের কাছে বলেন। রোববার নতুন টিন ও বাঁশ দিয়ে আমাদের ঘরটি মেরামত করে দেয় সেনাবাহিনী।

    যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ২নং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর তাহসিন সালেহীন বলেন, দেশের যেকোনো সঙ্কটে সেনাবাহিনী মানুষের জন্য কাজ করে। ঘূর্ণিঝড় আম্ফানের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ঝিনাইদহ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ জন গরিব মানুষের ঘর ইতোমধ্যে মেরামত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার কালীগঞ্জ উপজেলার মহিষাহাটি গ্রামের ওই দিনমজুরের ঘরটি মেরামত করে দিয়েছে সেনাবাহিনী।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১০:০০ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।