পাবনা চাটমোহর উপজেলার আটলংকা গ্রামে করোনার উপসর্গ নিয়ে নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জ্বর ও শ্বাসকষ্ট থাকায় মঙ্গলবার রাতে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান জানান, পরিবারের লোকজন জানিয়েছেন তার অ্যাজমা ছিল। তারপরও সন্দেহজনক হিসেবে মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, বুধবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০ জনের মতো মানুষ গ্রামে জানাযা নামাজ শেষে তাকে দাফন করেছেন। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সবার নমুনাও সংগ্রহ করা হবে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24