করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠার পর থেকে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে চীন। গত মার্চের মাঝামাঝি থেকে অর্থনীতির চাকা সচলের চেষ্টা শুরু করে চীন। কিন্তু বেশ কয়েকটি খাত পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের শ্রমবাজার বিভিন্ন দিক থেকে বেশ চাপে রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনৈতিক কার্যক্রমের পরিসর সঙ্কুচিত হয়ে পড়েছে। ৪০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো এমনটা ঘটেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির এই দেশটিতে।
গত কয়েক বছরে সেবাখাতে কর্মসংস্থান বাড়ায় চীনে শ্রমবাজারে স্থিতিশীলতা আসে। এবার করোনাভাইরাস মহামারির কারণে বেকারত্ব বাড়ায় শ্রমবাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
লকডাউন তুলে নেওয়া হলেও এখনো বন্ধ রয়েছে অনেক দোকান ও রেস্তোরাঁ কেননা আগের মতো ক্রেতা নেই। অভিবাসী কর্মীরা কারখানা ফের চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু পণ্যের বৈশ্বিক চাহিদা কমতে শুরু করায় সেটি পিছিয়ে যাচ্ছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
swapnochash24.com | sopnochas24