করোনাভাইরাস প্রতিরোধে ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। নিজের ২ বিঘা জমি অন্যের কাছে বন্ধকে রেখে তিনি ঈদ উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করছেন।
প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, আলু, পিয়াজ ও সাবান।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী বাজারে শতাধিক দুস্থের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, অ্যাড.গোলাম সরোয়ার স্বপন, সাব্বির আহম্মেদ মিঠু, এনামুল ইসলাম ইনু প্রমুখ।
উল্লেখ্য, এর আগে করোনায় কর্মহীন ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিজের ২ বিঘা জমি কট রেখে ১ হাজার অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে আবারও উপহার তুলে দিচ্ছেন তিনি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |