• মঙ্গলবার ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    জামিন পেলেন ইয়াবাসহ আটক বিএনপি নেতা

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৮ মে ২০২০ ১১:১৫ অপরাহ্ণ

    জামিন পেলেন ইয়াবাসহ আটক বিএনপি নেতা

    সংগৃহীত

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ আটক হওয়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. আজাদ ভূঁইয়া জামিন পেয়েছেন।

    বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে তার জামিন হয় বলে আইনজীবীদের বরাত দিয়ে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন নিশ্চিত করেছেন।

    পুলিশের ভাষ্যমতে, ঈদের দিন রাতে নুরপুর এলাকায় স্থানীয় লোকজন আজাদ ভূঁইয়াকে আটক করে। এসময় তার কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
    তবে স্থানীয় ও পরিবারের লোকজন এবং দলীয় সূত্রের দাবি, আজাদ ভূঁইয়া স্থানীয় প্রতিহিংসার শিকার। করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকায় পাঁচ লাখ টাকার মতো বিতরণ করে তিনি রোষানলে পড়েছেন।

    আজাদ ভূঁইয়া স্ত্রী সুমা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার স্বামী ষড়যন্ত্রের শিকার। বাড়িতে ফেরার পথে তার পথরোধ করে প্রথমে মারধর করা হয়। পরে তাকে ২০পিস ইয়াবাসহ পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়।

    আখাউড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন বলেন, আজাদ ভূঁইয়া স্থানীয় প্রতিহিংসার শিকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন বলে এমন আক্রোশের শিকার হয়েছেন। এলাকার মানুষ জানে মাস্টার্স পাশ করা আজাদ কেমন মানুষ। করোনা পরিস্থিতিতে তিনি ৭২০ জনের প্রত্যেককে ৫০০ টাকা করে দেয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

    এদিকে গতকাল বুধবার (২৭ মে) সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ ঘটনায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঘটনাটির জন্য দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিনকে দায়ী করেছেন।

    জালাল উদ্দিন লোকজন নিয়ে আজাদ ভূঁইয়াকে পুলিশের হাতে তুলে দেন বলে বিএনপি’র সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে জালাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

    তিনি জানান, গ্রামের লোকজন ইয়াবাসহ একজনকে আটক করে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে এর প্রমাণ পাই। এখানে আমাকে দোষারোপ করার কি আছে।

    আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী জানান, এলাকার মানুষ ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে তুলে দেয়। অভিযোগ এভাবে উল্লেখ করা আছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।