গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট (জিআইএফ) তৈরির ওয়েবসাইট গিফিকে কিনে নিয়েছে ফেসবুক। কতো টাকার বিনিময়ে গিফিকে ফেসবুক অধিগ্রহণ করেছে তা প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টাকার অঙ্কটা ৪০ কোটি ডলারের আশেপাশে।
অধিগ্রহণের ফলে গিফির পুরো জিআইএফ এর ভাণ্ডার ইন্সটাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। ফেসবুকের কাছে বিক্রি হলেও অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন টুইটার, স্ন্যাপচ্যাট ও টিকটক ও পিন্টারেস্ট গিফির জিআইএফ লাইব্রেরি ও স্টিকার নিতে পারবে।
গিফি ওয়েবসাইটেও আপলোড করা যাবে জিআইএফ।জিআইএফের মোট ট্রাফিকের ৫০ শতাংশই আসে ফেসবুক মালিকানাধীন অ্যাপগুলো থেকে। এর মধ্যে অর্ধেক আসে ইনস্টাগ্রাম থেকে।এর আগে ২০১৫ সালেও ফেসবুক গিফিকে কিনতে চেয়েছিলো। তখন গিফি সে প্রস্তাব ফিরিয়ে দেয়।
অ্যানিমেটেড ছবি বা কয়েক সেকেন্ডের শব্দবিহীন ভিডিওকে জিআইএফ বলা হয়। একবার প্লে করলে ভিডিওটি বার বার দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশে জিআইএফ ব্যবহৃত হয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |