জয়পুরহটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৪২ বছর বয়সী এক ইটভাটা শ্রমিক মারা গেছেন।
শনিবারে মৃতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। আগের রাতে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ছিটহরিপুর (দেবরাইল) গ্রামে মারা যান তিনি।
ভাদসা ইউপি চেয়ারমান স্বাধীন সরোয়ার জানান, পাশ্ববর্তী পালি গ্রামের শরিফুল হাজির ইটভাটায় শ্রমিকের কাজ করতেন তিনি।
স্থানীয়দের উদ্ধৃত করে তিনি জানান, গত ১৫ দিন থেকে হাঁপানী, শ্বাকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন এ শ্রমিক।
জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. তুলসী রায় জানান, খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের দল গিয়ে মরদেহ ও তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করেছে।
শনিবার রাতে জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি অবগত আছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24