ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঈদ উপহার পৌঁছে দিতে যাচ্ছেন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা
মহামারি করোনাভাইরাসের প্রভাবে উপার্জন বন্ধ হয়ে যাওয়া নিঃস্ব, দুস্থ, কর্মহীন ও অসহায়দের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বুধবার নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালিবাড়ি ও নাজিরপুর ইউনিয়নের ঝাওপাড়া গ্রামের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেন তিনি।
ঈদ উপহার দিচ্ছেন আহম্মদ আলী মোল্লা
এ বিষয়ে আহম্মদ আলী মোল্লা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘৩/৪ দিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। তাই বৈরি আবহাওয়া উপেক্ষা করেই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। নতুবা সব স্থানে উপহার সামগ্রী পৌঁছে দেয়া সম্ভব হবে না।’
এর আগে, করোনাভাইরাস প্রতিরোধে ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজের ২ বিঘা জমি অন্যের কাছে বন্ধকে রেখে নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অসহায় দেড় হাজার পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা। গুরুদাসপুর উপজেলায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেন তিনি। এছাড়া তৃতীয় লিঙ্গের মানুষের মাঝেও খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন তিনি।
যতদিন করোনাভাইরাস ও লকডাউন থাকবে ততদিন অসহায়দের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবেই তার এই প্রচেষ্টা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |