সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিসিক এলাকার রেডিসন ও প্যাট্রিউট কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশনরোড, চেরাগআলী এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওইসব পোশাক কারখানার শ্রমিকেরা। এসময় টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে তারা সড়কে থাকা একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় টঙ্গী কালিগঞ্জ সড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল আটকে পড়ে। দুর্ভোগে পড়েন সড়কে চলা মানুষ।
শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধ না করে কারখানা কর্তৃপক্ষ লে-অপ করে দেয়। আজ নয় কাল বেতন দেই দিচ্ছি বলে না দেওয়ার পায়তারা করে আসছে। আজ বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কারখানায় তালা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে উঠে। পরে শ্রমিকরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সংঘবদ্ধ হয়ে বিসিক থেকে বিক্ষোভ শুরু করে টঙ্গী স্টেশন রোড এলাকায় সমবেত হয়ে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে টঙ্গী অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে এক পর্যায়ে গাড়িতে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৭:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24