সিরাজগঞ্জের সলঙ্গায় টমেটো বোঝাই পিকআপ ভ্যান থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে থেকে ৩৫৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
আটকৃত মাদক কারবারীরা দিনাজপুরের নবাবগঞ্জ থানার বাসিন্দা।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম. এম. এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক পাচার কাজে ব্যবহৃত পিক আপ ভ্যান, মোবাইলসহ নগদ অর্থও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:১২ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24