সংগৃহীত
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালিকা নিহত হয়েছেন।
নিহত শহিদুজ্জামান সুমন (৩৫) রংপুর সদরের আলমনগর এলাকার মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের ছেলে এবং সুর্বণা (২৩) ঠাকুরগাঁওয়ের নেকমরদ চন্দন চহট গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে। নিহতরা শ্যালিকা ও দুলাভাই।
বৃহস্পতিবার (০৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিমাই কুমার রায় বলেন, শ্যালিকা সুর্বণাকে নিয়ে দুলাভাই শহিদুজ্জামান সুমন রংপুর থেকে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শহিদুজ্জামান সুমন নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে সুর্বণা মারা যান।
বীরগঞ্জ থানা পুলিশের ওসি মো. আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24