যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী আগুনে ঘি ঢাললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! টুইটারে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেন, “লুঠ শুরু হলে শুট শুরু হবে।” ট্রাম্পের এই টুইটের প্রেক্ষিতেই জবাব দিলেন গায়িকা টেইলর সুইফ্ট। হুমকি দিলেন ক্ষমতাচ্যুত করার।
তীব্র কটাক্ষ হেনে সুইফট লেখেন, “আপনি প্রেসিডেন্ট হয়েও সাদা চামড়ার আধিপত্যবাদ ও বর্ণবাদে আগুন ধরিয়ে দিয়েছেন। এরপরও কীভাবে আপনি সহিংসতার হুমকি দিতে পারেন। এই আপনার নৈতিক শ্রেষ্ঠত্ব? কীভাবে আপনি গুলি চালানোর নির্দেশ দিতে পারেন! আপনাকে আমরা ভোট দিয়েই ক্ষমতাচ্যুত করব নভেম্বরে।”
সম্প্রতি ট্রাম্পের টুইটের পর মিনেসোটার থানায় আগুন দেন বিক্ষোভকারীরা। ক্ষোভের আগুন ছড়িয়েছে ক্যালিফোর্নিয়া, ইলিনয়, লস অ্যাঞ্জেলস, শিকাগো, মেমফিস ও টেনেসিতে। সেখানেও পথে নেমেছেন শতশত কৃষ্ণাঙ্গ।
অবশ্য ট্রাম্পের ওই বিতর্কিত টুইট সরিয়ে দিয়েছে টুইটার। সেখানে লিখে দেওয়া হয়েছে, “বিদ্বেষে প্ররোচনা দেওয়ায় বিধি লঙ্ঘন করেছে এই টুইট।” এমনকি, শুক্রবার সকালে নতুন করে একই পোস্ট করা হয়েছিল হোয়াইট হাউসের টুইটার থেকে। সেখানেও একই বার্তা সেঁটেছে মাইক্রো ব্লগটি।
এ দিকে, সহিংসতার খবর সংগ্রহে গেলে গ্রেপ্তার করা হয় সিএনএন-এর কৃষ্ণাঙ্গ সাংবাদিককে। তাতে বিক্ষোভ আরও বেড়ে যায়। প্রেসিডেন্ট ও প্রশাসনের এমন আচরণের বিরুদ্ধে সরব নির্বাচনে ট্রাম্পের ডেমোক্র্যাট প্রতিপক্ষ জো বাইডেন। যে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে প্রাণ গেল কৃষ্ণাঙ্গ ব্যক্তির, তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। অথচ কাজ করতে গিয়ে কৃষ্ণাঙ্গ সাংবাদিক কেন গ্রেপ্তার হলেন, প্রশ্ন বাইডেনের। নিন্দা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেকে।
এ ঘটনায় আরও প্রতিবাদ জানিয়েছেন বিয়ন্সে, বিলি আইলিশ, সেলেনা গোমেজ প্রমুখ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:০৫ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |