ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীসহ একদিনে রেকর্ড ১০ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৬১।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।
সিভিল সার্জন বলেন, বাইরের জেলা থেকে কোনোভাবেই মানুষের আসা আটকানো যাচ্ছে না; বাইরের জেলা থেকে আসা ব্যক্তিদের দেহেই বেশি করোনাভাইরাস শনাক্ত হচ্ছে।
তিনি আরও জানান, জেলায় এক হাজার ২৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করার জন্য ঢাকা, রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরমধ্যে এক হাজার ১৩৪ জনের ফলাফল পাওয়া গেছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24