ঠাকুরগাঁওয়ে ঢাকা ফেরত বালিয়াডাঙ্গী উপজেলার এক যুবক (২৭) করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার। গত ২০ এপ্রিল আক্রান্ত ওই যুবকের নমুনা রংপুরে পাঠানো হয়।
আক্রান্ত ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীর ঠুমনিয়া গ্রামের। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। গত কিছুদিন আগেই সে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ২৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার বিকেলে রংপুর থেকে ওই যুবকের করোনা পজেটিভ এসেছে। আমাদের জেলায় এখন পর্যন্ত ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে পীরগঞ্জ উপজেলায় একজন যুবক করোনা মুক্ত হয়েছে। এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |