ভারতের কেরালায় আনারসের সঙ্গে বিস্ফোরক ভরে খাইয়ে অন্তঃসত্ত্বা হাতির মর্মান্তিক মৃত্যুর খবরে শোকাহত সবাই।
সেই ঘটনায় ধিক্কার জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার নেটদুনিয়ার বাসিন্দারা।
এ পরিস্থিতিতেই নেটদুনিয়ায় ভাইরাল হলো এমন এক ভিডিও যেখানে দেখা গেছে– খরস্রোতা নদীতে ভেসে যাওয়া যুবককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে এক হাতির বাচ্চা।
ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা বলছেন, মানুষের হিংস্রতা থেকে অন্তঃসত্ত্বা হাতি যেখানে রেহাই পায় না, সেখানে মানুষকে বাঁচাতে কি অকৃত্রিম ভালোবাসা দেখায় হাতিরা।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক খরস্রোতা নদীতে হাবুডুবু খাচ্ছেন। তা দেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে ছুটে আসছে একটি হাতির বাচ্চা।
জানা গেছে, ভিডিওটি বেশ পুরনো। কেরালার ঘটনার পর সোশ্যাল মিডিয়ার মানুষের প্রতি হাতির প্রেম দেখাতে নতুন করে এ ভিডিও ছড়ানো হয়েছে।
ন্যাচার অ্যান্ড অ্যানিমেল নামের একটি টুইটার পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ক্যাপশনে লেখা হয়েছে– ‘হাতির বাচ্চাটি ভেবেছিল মানুষ ডুবে যাচ্ছে, তাই তাকে বাঁচাতে ছুটে যায় এটি। আমার সত্যিই এদের যোগ্য নই।’
ভিডিওটি গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ লাখ বার ভিউ হয়েছে। এতে লাইক পড়েছে ৪ হাজারের বেশি, রি-টুইট হয়েছে অগণিত।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24