• শুক্রবার ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিলো তুরস্ক

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৪ মে ২০২০ ৭:৪৯ অপরাহ্ণ

    ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করোনা আক্রান্ত নাগরিককে ফিরিয়ে নিলো তুরস্ক

    এবার করোনা আক্রান্ত এক নাগরিককে নিতে ঢাকায় ছুটে এল তুরস্কের এয়ার অ্যাম্বুলেন্স । আজ এ নাগরিককে নিতে তুরস্কের একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে ৷ তুরস্ক সময় বিকেল ৫ টায় ইস্তানবুলে অ্যাম্বুলেন্সটি পৌঁছাবে বলে জানা যায় ।
    ঢাকাস্থ তুরস্ক দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ নাগরিকঅকে ফিরিয়ে নেয়ার ভিডিও ও ছবি শেয়ার করেছে । এছাড়া তার্কিস এয়ারলাইনসের কমিনিউকেশন অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ৷
    করোনা আক্রান্ত নারীর সঙ্গে তার স্বামী এবং তিনবছরের জমজ দুই কন্যা হুমা এবং জিয়াদ রয়েছে ।
    ঘটনা সূত্রপাত হয় আয়শে দিপচিন নামে এক টুইটার ব্যাবহারকারীর একটি টুইটের মাধ্যমে । ১৪ মে তিনি একটি টুইট করেন । যেখানে দিপচিন টুইটে বলেন, বাংলাদেশে বসবাসকারী তার বড় বোন করোনায় আক্রান্ত হয়েছে । এর আগে তার শ্বশুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে । তিনি বলেন, আমার বোনও ভাইরাসে আক্রান্ত হলেও ওখানে কোনও চিকিৎসা পাচ্ছেন না ।

    এমনকি তার টেস্টও করানো যাচ্ছে না । তার তিন বছরের দুই যমজ সন্তানও রয়েছে ।

    আমরা চাই তাদেরকে তুরস্কে নিয়ে এসে চিকিৎসা দেয়া হোক। সাথে তিনি তাদের বোনের সাথে মেসেজের কথোপকথনের স্ক্রিন শট এবং তার বোনের পরিবারের ছবি শেয়ার করেন ।

    ঢাকায় আবস্থিত তুরস্ক দূতাবাসের নজরে পড়ে এ টুইটটি । দূতাবাস জানায়, ওই তুর্কি নাগরিকেকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এয়ার এম্বুলেন্স চায় । ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান নিজেই পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। আক্রান্ত পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করেন ।

    আজ ২৪শে মে সকালে তুরস্কের একটি এয়ার এম্বুলেন্স ওই পরবারটিকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওয়ানা দেয় । রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এ সময় বিমানবন্দরে পরিবারটিকে বিদায় জানান।
    উল্লেখ্য, এর আগেও তুরস্ক সরকার বিভিন্ন দেশ থেকে করোনা আক্রান্ত নাগরিদের এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরিয়ে নেয় ।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৭:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।