তথ্য গোপন করে চাঁপাইনবাবগঞ্জ থেকে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে আনা হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। পাঠানো হয় হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে। তবে ওয়ার্ডে ঢুকতেই রোগীর মৃত্যু হয়। এরপর জানানো হয় রোগীর করোনা পজেটিভ ছিল। এ ঘটনায় ওয়ার্ডের দুই চিকিৎসক, তিন নার্স ও একজন ওয়ার্ডবয়কে পাঠানো হয় কোয়ারেন্টিনে।
মারা যাওয়া ওই রোগীর নাম রবিউল ইসলাম (৪৫)। তিনি চাঁপাইনবাববগঞ্জ সদর উপজেলার নয়াগোলা গ্রামের বাসিন্দা। রবিউল ঢাকায় থাকতেন। সেখান থেকে বাড়ি ফেরার পর করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রবিউলের স্বজনরা তথ্য গোপন করে তাকে হাসপাতালে আনেন। সাধারণ জ্বর ভেবে তাকে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডে নিয়ে ইসিজি করতেই দেখা যায় তিনি মারা গেছেন। পরে স্বজনরা জানান, তার করোনা পজেটিভ। এরপর দু’জন ডাক্তার, তিনজন নার্স ও একজন ওয়ার্ডবয়কে কোয়ারেন্টিনে পাঠাতে হয়।
তিনি আরও জানান, ওই রোগী নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে আনা হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহীর পরিচালক অ্যাডভোকেট মেহেদী হাসান জানান, হাসপাতালে জানাজা শেষে তার লাশ চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |