করোনা ভাইরাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক সংকট মোকাবেলায় রাজশাহীর তানোর উপজেলায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা শুরু হয়েছে। ঘন্টায় এ মেশিন ১ একর জমির ধান কেটে মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করে দিচ্ছে। এতে কৃষকের সময় ও খরচ দুই বাঁচছে।
সেই সঙ্গে শ্রমিক নিয়ে কৃষকের দুশ্চিন্তা দূর হয়েছে। মেশিন দিয়েই উপজেলার অর্ধেক ধান কাটা সম্ভব হবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাবাদ ব্যক্ত করেছে। শনিবার (২ মে) দুপুরে তানোর পৌরশহরের ধানতৈড় এলাকায় জমির ধান মেশিন দিয়ে কেটে এ কার্যক্রমের উদ্বোধন করে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিমুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর তানোরে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনও হয়েছে। ধান কাটতে ইতিমধ্যে ২ টি কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন নামানো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ঘন্টায় ১ একর জমির ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যায়।
এতে খরচ হয় মাত্র ৮ হাজার টাকা। শ্রমিক দিয়ে এ কাজ করতে কৃষকরে ১৬ হাজার টাকা লাগে। এ মেশিন দিয়ে ধান কাটলে কৃষকের খারচ ও সময় দুই বাঁচে। এ মেশিন কিনতে সরকার কৃষককে অর্ধেক টাকা ভর্তুকি দিচ্ছে। এছাড়া রিপার মেশিন দিয়েও ধান কাটা হচ্ছে। আমরা আশা করছি অর্ধেক ধান এসব মেশিন দিয়ে কাটা যাবে।
উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে আমরা কৃষক, চালক ও ম্যাকানিকদের প্রশিক্ষণ দিয়েছি।
উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম বলেন, কৃষিকে যান্ত্রিককরণের মধ্য দিয়ে শ্রমিক সংকটের সমাধান করা হচ্ছে। এছাড়া তানোরে ধান কাটতে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় আশপাশের জেলা ও উপজেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগকে কাজে লাগিয়ে কৃষক নিরাপদে ঘরে ধান তুলতে পারবে বলে আমি আশা করছি। ইতিমধ্যে এ উপজেলার প্রায় ১০ ভাগ ধান কাটা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:২৯ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |