তাড়াশে অটিজম শিশুদের ঈদ উপহার দিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কাউরাইল গ্রামে নিজ বাসভবনে ৩০ জন বিশেষ শিশুর (অটিজম) মাঝে ব্যক্তিগত তহবিল থেকে এই ঈদ সামগ্রী বিকরণ করেন কিনি।
ঈদ উপহারের মধ্যে ছিল- চিকন সুগন্ধি চাল, তেল, চিনি, সেমাই, লাচ্ছা, গুড়ো দুধ, সাবান, পেঁয়াজ ও ঈদের পোশাক কিনার জন্য নগদ অর্থ।
চেয়ারম্যান বাবুল শেখ বলেন, প্রতিবন্ধীরা সামাজে অবহেলিত। তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে আমাদের সবার এগিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়েমা ওয়াজেদ প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তাই প্রতিবন্ধীদের সমাজে বোঝা মনে না করে তাদের সম্পদে পরিনত করার জন্য কল্যাণমূলক কাজ করতে সবার প্রতি আমি আহবান করছে।
তারা যাতে ভাল ভাবে এবং আনন্দের সঙ্গে ঈদ করতে পারে সেজন্য আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিলাম।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24