তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির মাঠে বিএনপিকে এখন শীতের অতিথি পাখির মতো দেখা যায়। বিরতি দিয়ে হঠাৎ একটা প্রোগ্রাম করে। পুরোনো গাড়ি যেমন মাঝেমধ্যে ‘স্টার্ট’ না দিলে একেবারে বন্ধ হয়ে যায়, বিএনপির কয়েক দিন পরপর দেওয়া কর্মসূচিগুলো হচ্ছে সেই রকম। বর্তমানে আন্দোলনের সেই দমও ফুরিয়ে যাওয়ায় নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি।
শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সব সময়ই মানুষের পাশে থাকে, জনগণের সাথে থাকে। এটাই অন্য দলগুলোর সাথে আওয়ামী লীগের প্রার্থক্য।
তিনি আরও বলেন, এটা নির্বাচনের বছর। এক বছরেরও কম সময়ের মধ্যে দেশে সাধারণ নির্বাচন। আওয়ামী লীগ সভাপতি্ হিসেবে বিভিন্ন জনসভায় এরই মধ্যে ভোট চাওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও দলের কর্মী হিসেবে ভোট চাইছি। আমরা শুধু এখন ভোট চাচ্ছি এমন না, গত ১৪ বছর ধরেই মানুষের সাথে থেকেছি। মানুষের খোঁজ খবর রেখেছি। মানুষের সুখে দুঃখে শুধু আওয়ামী লীগকেই পাওয়া গেছে। দুর্যোগকালে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে পাওয়া যায় না।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে পুরো শহর জুড়েই জনসভা হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই মাঠের চেয়ে অন্তত ১০ গুণ বেশি লোক হবে।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের এমপি (পবা-মোহনপুর) আয়েন উদ্দিন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৭:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ |