থমকে থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর সম্ভাবনা বাড়ছে ক্রমশ। বাড়ছে লিভারপুলের তিন দশকের প্রতীক্ষা ঘোচার সম্ভাবনাও। তবে দর্শকের উপস্থিতি ছাড়া অ্যানফিল্ডে খেলা ও লিগ শিরোপা উঁচিয়ে ধরা ‘বেশ অদ্ভুত’ হবে বলে মনে করেন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন।
সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমের পর আর লিগ শিরোপা জেতা হয়নি লিভারপুলের। চলতি মৌসুমে দারুণ সম্ভাবনা জেগেছিল দলটির। পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো এতদিনে ঘুচেও যেত; কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পাল্টে গেছে সব। গত মার্চ থেকে স্থগিত থাকা লিগ আবার মাঠে ফেরার সম্ভাবনা জেগেছে, সম্ভাবনা বেড়েছে লিভারপুলের স্বপ্ন পূরণের।
জুনে খেলা পুনরায় শুরুর ব্যাপারে আশাবাদী লিগ কর্তৃপক্ষ। তবে খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সম্প্রতি বিবিসি রেডিও ৫-কে দেওয়া সাক্ষাৎকারে হেন্ডারসনের কণ্ঠে বারবার উঠে এলো দর্শকদের অনুপস্থিতির বিষয়টি।
“অবশ্যই এটি অন্যরকম অনুভূতি হবে। কারণ কোনো ট্রফি জেতা এবং দর্শকের অনুপস্থিতিতে সেটি গ্রহণ করাটা বেশ অদ্ভুত হবে।”
দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে লিভারপুল। বাকি ৯ রাউন্ডে ২টি জিতলেই ইংল্যান্ডের শীর্ষ লিগের নতুন সংস্করণে প্রথম শিরোপা জিতবে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। স্বপ্ন পূরণের খুব কাছে থাকলেও এখনও কাজ বাকি থাকায় সতর্ক হেন্ডারসন।
“লিগ এখনও শেষ হয়নি। আমাদের এখনও কাজ বাকি আছে এবং মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের সেরা পারফর্ম করতে হবে। কারণ, আমরা যতটা সম্ভব ভালোভাবে মৌসুম শেষ করতে চাই।”
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২০
swapnochash24.com | Anaet Karim