আমাদের মোট জনসংখ্যার মধ্যে ৫ কোটি শিশু (০ থেকে ১৪ বছর) আছে। তার মধ্যে মাত্র ১২১ জনকে প্রশ্ন করে একটা জরিপ প্রকাশ করে দিয়ে বলা হলো, ‘বাংলাদেশের শিশুরা মনে করে……..’।
বিশ্বের আন্তর্জাতিক এনজিওগুলো আগের মতো আর পয়সা পায় না। মাথাভারি প্রশাসনিক কাঠামো তাদের আসল কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
এটাই নিয়ম যে দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারলে দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24