আইডিইবি দিনাজপুর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সেন্সর সিস্টেমে স্বয়ংক্রিয় অপারেটিং জীবাণুনাশক টানেল (Disinfection tunnel) স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই টানেল স্থাপন করা হয়।
এই টানেলের ভিতরে যখন কেউ প্রবেশ করবেন তখন অটোমেটিকভাবে স্প্রে হবে। স্মার্ট টানেলের উদ্বোধন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন-উক্ত দপ্তরের সহকারী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মো. সাজিউল ইসলাম সাজু, দপ্তরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা প্রমুখ।
এই টানেল স্থাপনের জন্য ইইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম আইডিইবি দিনাজপুর জেলা শাখাকে ধন্যবাদ জানান। তিনি মনে করেন ডিপ্লোমা প্রকৌশলীদের এ উদ্যেগের ফলে করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জীবাণুমুক্ত রাখতে সহায়ক ভুমিকা পালন করবে। টানেলটির কারিগরি সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান রিয়াদ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24