কণিকা কাপুর
করোনাভাইরাস হিতে বিপরীত না হয়ে বিপরীতে হিত হলো কণিকা কাপুরের জন্য। বেবিডল গানের গায়িকা একাধিকবার এই সময়ে শিরোনামে ঠাঁই পেয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য।
সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বটে। কিন্তু তার আগে খবরের শিরোনাম হয়েছেন কোয়ারেন্টাইন – নীতিরীতি না মেনে ঘুরে বেড়ানোর জন্য। তাকে আটকে রাখা হয়েছিল নিয়মানুযায়ী হাসপাতালেও।
এবার ফের তিনি শিরোনাম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সুবাদেই। তিনি এখন সুস্থ আছেন বটে, কিন্তু সামাজিক মাধ্যমে বেশ রমারমা অবস্থানে আছেন এই গায়িকা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই ঘুরে বেড়ানোর পোস্টসহ নানা রকমের পোস্ট – আকুতি, মিনতির কারণে তার ফলোয়ার সংখ্যা বেড়ে যায় হঠাৎ করেই। আর তাতেই পিছনে ফেলে দিয়েছেন দীডিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার মতন জনপ্রিয় ইন্সটা – তারকাদেরও।
এমনকী গুগল সার্চেও কণিকাই আছেন সবার আগে। বলিউড তারকাদের মাঝে তাই এখন কণিকা কাপুরই সবচেয়ে বেশি হিট।
কিন্তু কণিকা তাতে খুশি নন। একটি সাক্ষাৎকারে জানান, ‘আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তার সঠিক উত্তর সঠিক সময়ে দেব।’
আপাতত তিনি বাসায় আছেন।
প্রসঙ্গত, ২০ মার্চ তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেন। এরপর নিয়ম না মানার কারণে সমালোচিত হয়েছিলেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim