• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  
    ভিডিও ফাঁস

    ‘পারিবারের সম্মান রক্ষার’ নামে দুই বোনকে গুলি করে হত্যা

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৮ মে ২০২০ ৪:৩৯ পূর্বাহ্ণ

    ‘পারিবারের সম্মান রক্ষার’ নামে দুই বোনকে গুলি করে হত্যা

    প্রতীকী ছবি

    পাকিস্তানে ‘পারিবারের সম্মান রক্ষার’ নামে দুই বোনকে গুলি করে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাই। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী একটি গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

    প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওর কারণে ওই দুই বোনকে গুলি করে হত্যা করে তাদের পরিবারের ওই সদস্য।

    সংক্ষিপ্ত ওই ভিডিওতে ওই দুই বোন ও অপর একটি কিশোরীকে এক তরুণের সঙ্গে নির্জন এলাকায় ঘুরতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। ওই তরুণই ভিডিওটি করেছে।

    এদিকে, হত্যাকাণ্ডের এই ঘটনা তদন্তে প্রত্যন্ত ওই এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

    পুলিশের এক প্রতিবেদনের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী গ্রাম শাম প্লেইন গারিয়োমে এই ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর কারণেই ১৬ ও ১৮ বছর বয়সী ওই দুই বোনকে খুন করা হয়েছে।

    ভিডিওটি এক বছর আগে ধারণ করা হয়েছিল। সম্ভবত কয়েক সপ্তাহ আগে ভিডিওটি ভাইরাল হয় বলে ডনকে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

    তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভিডিওতে থাকা তৃতীয় ওই কিশোরী ও ওই তরুণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা।’

    যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেটি প্রত্যন্ত ও নিরাপত্তা বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকা বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ওই এলাকার উপজাতীয় সংস্কৃতিতে সমাজের সামনে গোষ্ঠীর সম্মান ক্ষুণ্ন করা নারী-পুরুষের কোনো স্থান নেই।’

    হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা পাকিস্তানের একটি গুরুতর সমস্যা হিসেবেই রয়ে গেছে। প্রতি বছর দেশটিতে ‘পারিবারিক সম্মান রক্ষার’ নামে প্রায় হাজারখানেক হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা মানবাধিকার আন্দোলনকারীদের।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।