• রবিবার ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    দুই সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ট্রাম্পের, ভিডিও ভাইরাল

    স্বপ্নচাষ ডেস্ক

    ১২ মে ২০২০ ১২:৪৪ অপরাহ্ণ

    প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সাংবাদিকের সঙ্গে রীতিমতো ঝগড়া করে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করতে দেখা গেছে তাকে। ট্রাম্পের এই কাণ্ডের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।

    দ্য গার্ডিয়ান জানিয়েছে, রোজ গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প সোমবার প্রায় এক ঘণ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শুরুতে তিনি করোনা টেস্টের জন্য কত ডলার দিয়েছেন সেটি জানান। এই তথ্য জানাতে গিয়ে ১১ বিলিয়ন ডলারের জায়গায় ভুল করে ১ বিলিয়নের কথা বলেন।

    স্থানীয় সময় বিকাল ৫টা ১৫মিনিটে সিবিএস নিউজের হোয়াইট হাউজ প্রতিনিধি ওয়েজিয়া জিয়াং ট্রাম্পের কাছে প্রশ্ন করেন, ‘আপনি অনেকবার বলেছেন বিশ্বের অন্য দেশের চেয়ে টেস্টে আমেরিকা ভালো করছে।’ ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘হ্যাঁ।’
    চাইনিজ বংশোদ্ভূত জিয়াং কথা চালিয়ে যান, ‘বিষয়টি কেন বৈশ্বিক প্রতিযোগিতা, যেখানে প্রতিদিন আমেরিকাবাসী প্রাণ হারাচ্ছে।’

    জবাবে ট্রাম্প বলেন, ‘তারা পৃথিবীর সব জায়গায় প্রাণ দিচ্ছে। এই প্রশ্নটি সম্ভবত আপনার চীনকে করা উচিত। আমাকে নয়। ঠিক আছে?’

    ট্রাম্প এরপর যখন অন্য এক সাংবাদিককে ডাকতে যান, তখন জিয়াং আবার বলেন, ‘স্যার এটা বিশেষ করে আমাকে কেন বলছেন?

    ‘আমি কাউকে উদ্দেশ্য করে এটা বলছি না’, ট্রাম্প বলেন, ‘যে আমাকে এমন বাজে প্রশ্ন করতে চায়, তাকেই বলছি।’

    জিয়াং প্রতিবাদ করেন, ‘বাজে প্রশ্ন নয়।’

    ভাইরাল হওয়া ভিডিওতে এসময় ট্রাম্পকে বেশ রেগে যেতে দেখা যায়। সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে ডাকার আগে ভ্রু কুচকে বলেন, ‘আর কেউ?’

    কলিন্স মাইক্রোফোন ধরে বলেন, ‘আমার দুটো প্রশ্ন আছে।’

    ট্রাম্প এবার বলেন, ‘না। অন্য কেউ।’

    ‘কিন্তু আপনি আমাকে বলেছেন,’ কলিন্স বলতে থাকেন, ‘আমার দুটো প্রশ্ন।’

    ‘আরেক জন প্লিজ,’ ট্রাম্প এভাবে বললেও কলিন্স জবাব দেন, ‘কিন্তু আপনি আমাকে ডেকেছেন।’

    ‘ডেকেছি। কিন্তু আপনি উত্তর দেননি। এখন আমি পেছনের ওই তরুণীকে ডাকব।’

    এরপর ট্রাম্প আর কাউকে ডাকেননি। সোজা রুম থেকে বেরিয়ে যান।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।